Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজণীতি

করোনায় আক্রান্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। জাতীয় সংসদে নমুনা পরীক্ষা করানোর পর প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

আজ বৃহস্পতিবার (০২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত জানান, করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।

তিনি আরও জানান, প্রতিমন্ত্রী বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজখবর রাখছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।