29 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ছয় মাসে ২৫৭ শ্রমিক নিহত

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ছয় মাসে ২৫৭ শ্রমিক নিহত হয়েছেন। মোট ২১০টি দুর্ঘটনায় এসব শ্রমিকের মৃত্যু ঘটে। ২০১৮ সালে একই সময়ে কর্মক্ষেত্রে ৩৫২ শ্রমিক নিহত হয়েছিল।

সেইফটি অ্যান্ড রাইটস পরিচালিত এক জরিপে এসব তথ্য ওঠে এসেছে। ২৬টি দৈনিক সংবাদপত্রের প্রকাশিত তথ্যের ভিত্তিতে রোববার সংস্থাটি এ তথ্য প্রকাশ করে।

সেখানে বলা হয়েছে, ছয় মাসে সবচেয়ে বেশি ১৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। এরমধ্যে পরিবহন খাতের শ্রমিকের সংখ্যা ১২৯ জন। এরা বাস, ট্রাক, ভ্যানসহ বিভিন্ন যানবহনে ড্রাইভার, কনডাক্টর ও হেলপার হিসেবে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া একজন নির্মাণ শ্রমিক এবং ৪ জন দিনমজুর এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরেই রয়েছে নির্মাণ খাত।

এ খাতে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে ৫১ জনের। সেবামূলক প্রতিষ্ঠানে (ওয়ার্কশপ, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ) কর্মরত ছিলেন ৩৭ জন এবং কল-কারখানা ও অন্যান্য উৎপাদনশীল প্রতিষ্ঠানে নিহত হয়েছেন ৩৩ জন।

খোলা আকাশের নিচে মাছ ধরা ও কৃষি কাজ করা অবস্থায় বজ পাতে ও বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন ৭ জন। এছাড়া আগুনে পুড়ে এবং পানিতে ডুবে মারা গেছেন ৮ জন।

সম্পর্কিত পোস্ট

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

banglarmukh official

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

banglarmukh official

কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

banglarmukh official

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

banglarmukh official

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত

banglarmukh official