28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

গাড়ি পেলেন ৬২ অতিরিক্ত জেলা জজ

গাড়ি হলো ৬২ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর গণি রোডের রেজিট্রেশন ভবনে এই গাড়ি বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের হাতে গাড়ির চাবি তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় আইনমন্ত্রী বলেন, আজ যে গাড়িগুলো আপনাদের দেয়া হলো, তা জনগণের টাকায় কেনা। গাড়িগুলো যত্ন করে ব্যবহার করবেন। এর সঠিক ব্যবহার করবেন।

গাড়ির চাবি হস্তান্তরের আগে আইনমন্ত্রী নিবন্ধন ভবনের আঙ্গিনায় সারিবদ্ধ করে রাখা গাড়িগুলো ঘুরে ঘুরে দেখেন। এরপর ৬২ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে গাড়ির চাবি হস্তান্তর করেন।

আইনমন্ত্রী বলেন, আপনারা সবাই শিক্ষিত লোক। আপাদের বলতে হবে না। আপনারা ভালো-মন্দ সবই বোঝেন। জনগণের টাকায় কেনা গাড়ি যেন সঠিকভাবে ব্যবহার হয়, সে চেষ্টা আপ্রাণভাবে করবেন।

গত বছরের ১৫ জানুয়ারি আইন ও বিচার বিভাগ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের দাফতরিক কাজে ব্যবহারের জন্য জেলা ও দায়রা জজ আদালত বা মহানগর দায়রা জজ আদালতের টিওঅ্যান্ডই-তে (যন্ত্রপাতি ও যানবাহন) ১২৮টি গাড়ি অন্তর্ভুক্ত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৮ এপ্রিল ওই প্রস্তাবে সম্মতি দেয় এবং অর্থ বিভাগের সম্মতি নেয়ার শর্ত দেয়। এরপর ৭ মে ওই বিষয়ে সম্মতি নেয়ার জন্য আইন ও বিচার বিভাগ থেকে অর্থ বিভাগে প্রস্তাব পাঠালে ২৯ মে অর্থ বিভাগ সম্মতি জানিয়ে আইন ও বিচার বিভাগকে পত্র দেয়। আজ ৬২ জনকে এই গাড়ি দেয়া হলো।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official