ঝালকাঠিতে মামা বাড়ী বেড়াতে এসে রাকিব (২২) নামের এক যুবক অলৌকিকভাবে গভীর রাতে উলঙ্গ অবস্থায় নাড়িকেল গাছে উঠে রাত্রীযাপন করার ঘটনা ঘটে। ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন গুয়াচিত্রা এলাকায় এ ঘটনা ঘটে।
পরেদিন সকালে গাছ থেকে নামতে না পাড়ায় স্থানীয়রা বানাড়ীপাড়া ফায়ার সার্ভিস ও ঝালকাঠি থানা পুলিশকে সংবাদ দেয়। বানাড়ীপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারে ব্যর্থ হলে পরে বরিশাল ফায়ার সার্ভিসের অফিসার ইউনুস আলীর নেতৃত্বে ফ্যায়ার ম্যান মিঠু বড়াল,ও এনামুল হক রুবেলের দীর্ঘ প্রচেষ্টায় ১০ ঘন্টা পর রোববার সকাল ১০টায় রাকিবকে উদ্ধার করেন।
এ বিষয় স্থানীয়দের মাধ্যমে জানাযায়, ২৯জুন দিবাগত রাত আনুমানিক ১টায় রহস্যজনকভাবে উলঙ্গ অবস্থায় প্রায় ৪০ফুটের অধিক উচু নাড়ীকেল গাছে অবস্থান নেয়। সকালে স্থানীয় লোকজন নাড়িকেল গাছের নিচে জড়ো হয়। সেখানে রাকিবকে নাড়িকেল গাছে নগ্ন অবস্থায় দেখতে পেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। পরে তাকে স্থানীয়রা গাছ থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বানাড়ীপাড়া ফায়ার সার্ভিস সংবাদ দেয়।
ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় রাকিবকে গাছ থেকে নামানোর পরে ঝালোকাঠি সদর থানার এসআই এনায়েত হোসেন তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করলে রাকিব জানায়, রাকিবের মামি রাকিবকে আঙ্গুলে কামোড় দেয়ায় সে অভিমান করে নারকেল গাছে অবস্থান নেয়। পরে পুলিশ রাকিবের মামিকে খুজতে গেলে ঘটনার পরই তিনি বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় রাকিবের মামী বাড়ী থেকে পালানোকে কেন্দ্র করে এলাকার মানুষের মাঝে কৌতূহল বিরাজ করছে।