অনলাইন ডেস্কঃ চার্জার ফ্যান এবং লাইটের বাড়তি মূল্য নেওয়ার বিরুদ্ধে মিরপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৫ জুলাই) মিরপুর-১ নম্বরের দারুস সালাম রোডে কো-অপারেটিভ ও এর আশপাশে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ক্যাশমেমো ছাড়া ইচ্ছেমতো দামে চার্জার ফ্যান বিক্রি করায় ফারুক ইলেকট্রনিক্সকে ২০ হাজার ও রিপন ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আবদুল জব্বার মন্ডল বলেন, অনেকে বাড়তি দামে চার্জার ফ্যান ও লাইট বিক্রি করছে। ক্যাশমেমোর কোনো কার্বন কপি নেই। ফলে কী দামে ফ্যান কিনছে আর কী দামে বিক্রি করছে তার কোনো হিসাব নেই। এজন্য অামরা জরিমানা করেছি।
ফারুক ইলেকট্রনিক্সের মালিক মো. তাজুল ইসলাম সুমন বলেন, রশিদের কার্বন কপি না রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কার্বন কপি রাখতে হবে এটা আমার জানা ছিল না। একটা ভুলের জন্য জরিমানা না করে সতর্ক করতে পারতো।