বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তার স্ত্রী খালেদা জিয়া। কারণ এই সুযোগে দলের চেয়ারপারসন হয়েছেন তিনি। দুইবার প্রধানমন্ত্রীও হয়েছেন। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, জিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন নেতারা জড়িত হতে পারে। এটা খুঁজে বের করা দরকার। কারণ, জিয়ার মৃত্যুর পরে বিএনপি দুই বার ক্ষমতায় এলেও জিয়া হত্যার মামলা করেনি দলটি। তারা মামলাটা চালালেন না কেনো। এই রহস্যটা খুঁজে বেড় করা দরকার।তিনি বলেন, আমি মনে করি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত।