Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

ডা. সাবরীনা ৩ দিনের রিমান্ডে

করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

তেজগাঁও থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য চার দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন সাবরিনাকে। সাবরিনার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করা হয়। তিনি বলেন, অর্থ ও জাল সার্টিফিকেট হাতিযে নেবার বিষয়ে বিস্তারিত জানার জন্য আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এরআগে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থানা থেকে তাকে নিয়ে আদালতের উদ্দেশে রওয়ানা দেন তদন্তকারী কর্মকর্তা। বেলা ১২টার দিকে আদালতে তোলা হয় সাবরিনাকে।

এর আগে, রোবাবার জিজ্ঞাসাবাদের পর সাবরিনাকে গ্রেফতার করে ডিএমপির তেজগাঁও বিভাগ। পরে তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করে। রাতভর সেখানেই ছিলেন ডা. সাবরিনা।

পুলিশ জানিয়েছে, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে। এরইমধ্যে, গ্রেফতার করা হয়েছে হাসপাতালটির সিও আরিফ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেয়া তথ্যে ভিত্তিতে আটক করা হয় হাসপাতালটির চেয়ারম্যান ও তার স্ত্রী ডা. সাবরীনা আরিফকে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official