29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল সাংবাদিক বার্তা

দুই দিন ব্যাপী সাংবাদিক কর্মশালার সমাপ্তি

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বরিশালে দুই দিন ব্যাপী কর্মশালার সমাপ্তি হল আজ শুক্রবার। দৈনিক বরিশাল ভোরের আলোর আয়োজনে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ০৪-০৫ জুলাই দুই দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা। এ কর্মশালার আজ ছিল সমাপনী।

সমাপনী অনুষ্ঠানে দৈনিক বরিশাল ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। ভিডাব্লিউএফ গ্রপের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম। জহির-মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেসা। ভিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাওদুদ। একাডেমিক ডিরেক্টর সহযোগী অধ্যাপক সুদীপ কুমার নাথ।

২য় দিনের শুরুতে সকাল ৯টা ৩০ মিনিটে নিউজ ইন্ট্রো নিয়ে সেশন পরিচালনা করেন সাইফুর রহমান মিরন।খবরের আদ্যোপান্ত নিয়ে সেশন নেন ডিবিসি নিউজ এর সিনিয়র এডিটর মজুমদার জুয়েল এবং খবরের পিছনের খবর নিয়ে আলোচনা করেন কালের কন্ঠের ডপুটি চিফ তৌফিক মারুফ।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, সাংবাদিকতা করতে হলে এই পেশা কে ভালবেসে করতে হবে, নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। হলুদ সাংবাদিক হওয়া যাবে না। প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, সাংবাদিক হতে হলে আপনাদের ভিতর প্রথমেই যে জিনিস টা থাকতে হবে তা হল সততা।

তাই সততা নিয়ে কাজ করতে হবে সব অংশ গ্রহনকারীর মধ্যে সার্টিফিকেট বিতরনের মাধ্যমে বিকাল ৬টায় সাংবাদিক কর্মশালার সমাপ্তি করা হয়। উল্লেখ্য, গত ০৪ জুলাই এই সাংবাদিক কর্মশালার উদ্বোধন করা হয়।

এ কর্মশালায় ইয়ুথ চেঞ্জ মেকার, বরিশাল ইয়ুথ সোসাইটি, ইয়ুথ নেট, ইয়ুথ প্লান ফর চেঞ্জ, লাল সবুজ সোসাইটি সহ বরিশালের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।

১ম দিনে সেশন পরিচালনা করেন সম্পাদক দৈনিক ভোরের আলো, সাইফুর রহমান মিরন, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও ইন্ডিপেন্ডেন্ট নিউজ এর ব্যুরো প্রধান মুরাদ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ ও সৈয়দ দুলাল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official