27 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

দুদক কর্মকর্তাদের সক্ষমতার বিকাশ ঘটাতে হবে

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলছেন, দুদক কর্মকর্তাদের মনোভাব, আচার-আচরণ, কৌশল ও চলন-বলনের পরিবর্তনের মাধ্যমে কমিশনের সক্ষমতার বিকাশ ঘটাতে হবে।

বুধবার (৩১ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত শীর্ষক প্রশিক্ষণ কোর্সে দুদক চেয়ারম্যান কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কমিশনের কর্মকর্তাদের আচরণ হতে হবে সর্বোচ্চ বিনয়ী। জিজ্ঞাসাবাদে কৌশলগত কারণেই জ্ঞান, বুদ্ধি ও স্বীয় বিবেচনার নির্মোহ প্রয়োগ ঘটাতে হবে। এক্ষেত্রে উদ্ভাবনীমূলক কৌশল প্রয়োগের মাধ্যেমে অপরাধীদের অপরাধের তথ্য সঠিকভাবে পাওয়া যেতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত হোম ওয়ার্ক করার কোনো বিকল্প নেই।

দুদক কর্মকর্তাদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, এ প্রতিষ্ঠানের একটি অঙ্গীকার রয়েছে। আপনাদের প্রত্যেকেরই অঙ্গীকার রক্ষা করতে হবে। প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার ও মমত্ববোধ না থাকা কাঙ্ক্ষিত নয়। প্রতিষ্ঠানের ভিশন-মিশনের সঙ্গে আপনাদের কাজ-কর্ম সঙ্গতিপূর্ণ না হলে ওই প্রতিষ্ঠান থেকে নেয়া বেতন কি বৈধ হয়? তাই সততা ও নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এমন হতে হবে যেন সমাজের উঁচু-নিচু সব স্তরের মানুষের কাছে বার্তা দেয়া যায় যে, দুর্নীতি করলে পরিণতি সুখকর হবে না। বর্তমানে কমিশন দৃঢ়ভাবে এ বার্তা পৌঁছানোরই চেষ্টা করছে। এ কারণে প্রতিদিন দেশের কোথাও না কোথাও দুর্নীতি প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ অভিযান অব্যাহত রাখা হবে- জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এমন সময় হয়তো আসবে যেদিন দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস হারিয়ে ফেলবে।

প্রশিক্ষণ কোর্সে কমিশনের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ৩০ কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official