16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

পটুয়াখালীতে পুলিশে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাত : অত:পর

নিউজ ডেস্ক :

পটুয়াখালীতে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ মামলায় এসআইসহ পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার দুপুরে পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- এসআই শামীম আকন (৪৬) ও কনস্টেবল আল-আমিন আকন (৩৪)। অভিযুক্তরা আপন ভাই। তারা পটুয়াখালী সদর উপজেলার জামুরা তেলিখালী গ্রামের মৃত ইউছুব আকনের ছেলে।

এসআই মো. শামীম বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর থানায় এবং কনস্টেবল আল-আমিন বরগুনা থানায় কর্মরত রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, বাদী মো. মিলন ডাকুয়ার দুই ছেলেকে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৬৯ হাজার টাকা নেয় এসআই মো. শামীম আকন ও তার ছোট ভাই কনস্টেবল আল-আমিন আকন। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে ৬ লাখ ১৪ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৩ লাখ ৫৫ হাজার টাকা এবং নগদ ৪ লাখ টাকা দেয়া হয় ওই দুই পুলিশ কর্মকর্তাকে। কিন্তু আসামিরা বাদীর ছেলেদের চাকরি দিতে পারেনি। পরবর্তীতে চাকরির টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করতে থাকে। এক পর্যায়ে তারা টাকা দেবে না বলে জানিয়ে দেয়। এমনকি এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বাদী ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেয় সহোদর ওই দুই পুলিশ সদস্য।

এ ঘটনায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন মো. মিলন ডাকুয়া।

আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্তের আদেশ দেয়। পিবিআইর পরিদর্শক মতিনুর রহমান চলতি বছরের ৬ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে প্রাথমিকভাবে আসামিদের বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে সোমবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official