বৃহস্পতিবার , ২১ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

পটুয়াখালীতে পেটের ভিতর থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ২১, ২০২২ ৮:২১ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মাদক দ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার দুপূরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে লাউকাঠি ইউনিয়নের পশ্চিম ঢেউখালি গ্রামে থেকে মিলন গাজী ও তার সহযোগী বশির গাজীকে গ্রেফতার করে। এদের মধ্যে মিলন গাজীর পেটের ভিতর লুকিয়ে রাখা ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর এ কে এম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের পশ্চিম ঢেউখালি গ্রামে অভিযান চালিয়ে মিলন গাজী ও তার সহযোগী বশির গাজীকে গ্রেফতার করে।

মিলন গাজীকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ নিশ্চিত হয় তার পেটের ভিতর ১০টি পলিথিন মোড়ানো ক্যাপসুল রয়েছে যার প্রতি ক্যাপসুলে ৩৫ পিস করে মোট ৩৫০পিচ ইয়াবা রয়েছে।

বিশেষ ব্যবস্থায় বাথরুম করিয়ে পায়ুপথ দিয়ে ওই ইয়াবা বের করা হয়। মিলন গাজি তার স্বীকারোক্তিতে আরও জানায়, ইয়াবার চালান সে চট্টগ্রাম থেকে বিশেষ কৌশলে পেটের মধ্যে বহন করে পটুয়াখালী নিয়ে এসেছে বিক্রির উদ্দেশ্যে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মিলন গাজি ওই এলাকার ফোরকান গাজীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অপর অভিযুক্ত বশির গাজী একই এলাকার মৃত সত্তার গাজীর ছেলে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আসামিদের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়