27 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

পথে পথে ব্যাপক চাঁদাবাজিতে আকাশ ছোঁয়া পেয়ারার দাম

পেয়ারার জন্য বিখ্যাত ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলার ৫৫টি গ্রাম। দক্ষিণের এই তিন জেলা থেকে প্রতিদিন এই পেয়ার সড়ক ও নৌপথে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। কিন্তু পথে পথে ব্যাপক চাঁদাবাজির কারণে রাজধানীসহ দেশের কয়েকটি বড় শহরে পেয়ারার দাম কয়েকগুণ বেড়ে যাচ্ছে। এমন অভিযোগ স্থানীয় পাইকার ও পরিবহন চালকদের।

ভরা মৌসুমে দক্ষিণের জেলা ঝালকাঠি ও পিরোজপুরে পাইকারী ৫ থেকে ৭ টাকা কেজি মূল্যের পেয়ারা ঢাকার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। যদিও ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে তৎপর রয়েছে তারা।

দক্ষিণাঞ্চলের ঝালকাঠি ও পিরোজপুর জেলা জুড়ে এখন বাংলার আপেল খ্যাত পেয়ারার বেচাকেনা জমে উঠেছে। এখানকার ভিমরুলী, শতদাশকাঠিসহ বিভিন্ন গ্রামের ভাসমান হাট থেকে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশে মিষ্ট জাতের এই দেশি পেয়ারা সরবরাহ হচ্ছে। দূর-দূরান্তের পাইকাররা প্রতিদিন সড়ক ও নৌ-পথে এখান থেকে পেয়ারা কিনে দেশের বিভিন্ন জেলায় আড়তে বিক্রি করছেন।

কিন্তু পাইকার ও ট্রাক চালকদের অভিযোগ, পেয়ারা পরিবহনে বরিশালের ভূরঘাটা থেকে পথে পথে চলে চাঁদাবাজি। সড়কে পুলিশকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিটমানি কিংবা চাঁদা দিতে হয়। ফেরিঘাটেও চাঁদা দিতে হয় স্থানীয় দালালদের। ফলে দুই থেকে তিনশ টাকা মণ দরে গ্রামের হাটের পেয়ারা ঢাকা-চট্টগ্রামের পাইকারি বাজারে বিক্রি হয় হাজার টাকায়। খুচরা পর্যায়ে গ্রামের ৫ থেকে ৭ টাকা কেজির পেয়ারা রাজধানীসহ দেশের অন্যান্য শহরে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকারও বেশি দামে।

সুশান্ত দাস নামে এক পিকআপ চালক বলেন, রাস্তায় পুলিশকে ১০০ টাকা দিলে নিতে চায় না, ৫০০ টাকা দিতে হয়।

যদিও জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, ঝালকাঠি সীমানায় পেয়ারাসহ অন্যান্য পণ্য পরিবহনে কঠোরভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ জেলায় কোনোভাবেই কেউ পণ্য পরিবহনে হয়রানি হয় না। তবে অন্যত্র কেউ হয়রানি হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর পরামর্শ দেন তিনি।

জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ট্রাফিক পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। ঝালকাঠি থেকে পেয়ার পরিবহনে কেউ কোনো সমস্যায় পড়বেন না।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official