Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৪ দফা দাবীতে বরিশালে মানববন্ধন

পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করার সহ ৪ দফা দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সম্পাদক সাবেক এমপি শেখ টিপু সুলতান, জাতীয় কৃষক সমিতির জেলা সংগঠক মোজাম্মেল হক ফিরোজ, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও ছাত্রমৈত্রী নেতা শাহরুখ তমাল প্রমুখ।

বক্তারা সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, বরিশালে করোনা পরীক্ষার ল্যাব বৃদ্ধি, করোনা পরীক্ষায় আরোপিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন জায়গায় শ্রমিক-কর্মচারী ছাটাই বন্ধ করার দাবী জানান। এই দাবী আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন বক্তারা।