অনলাইন ডেস্ক :
বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড (২৫) মঙ্গলবার ভোর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
বরগুনা সদর উপজেলার পুরাকাটা এলাকায় পায়রা নদীর তীরে এ ঘটনা ঘটে।
তার নিহতের পর ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, নয়নের পিঠে বন্দুকের তিনটি গুলি বিদ্ধ হয়ে বুক দিয়ে বেরিয়ে গেছে।
বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেনের নেতৃত্বে তিন জন চিকিৎসক নয়নের ময়নাতদন্ত সম্পন্ন করেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নয়নের নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নয়ন বন্ডকে পুলিশ ধরার চেষ্টা করেছিল। কিন্তু সে অস্ত্র প্রদর্শন করেছে। একপর্যায়ে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নয়ন নিহত হয়।
তবে এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) উদ্বেগ প্রকাশ করে বলেছে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়নকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।