পিরোজপুরের মুদি ব্যবসায়ী আবদুল হালিম হাওলাদারকে (৬০) হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (৩০ জুন) রাতে তাদের পিরোজপুর জেলার সদর থানা এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন- পিরোজপুর জেলার সদরের রায়েরকাঠি এলাকার মৃত শাহ আলম শেখের ছেলে সিরাজুল ইসলাম শেখ (২২), একই এলাকার ওমর ফারুক শেখের ছেলে হৃদয় শেখ দুলু (১৭), ও মনির দরানীর ছেলে মিন্টু দরানী (৩৯)।
রাতে র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে গ্রেফতার এ আসামিদের পিরোজপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আবদুল হালিম হাওলাদারকে হত্যার ব্যাপারে গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও অল্প সময়ের মধ্যে আটক করা হবে।
গত বুধবার (২৬ জুন) সকালে পিরোজপুর সদরের রায়েরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুর পাড়ে একটি নালার মধ্য থেকে মুদি ব্যবসায়ী আবদুল হালিমের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।