নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে শোলক ইউনিয়নের ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়াগেছে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। সোমবার (১৮ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।
আহত কলেজ ছাত্র ইমরান নাজির শান্ত(২২) যুগিরহাটি গ্রামের মো: নুরুল হক মোল্লার ছেলে। সে গৌরনদী সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন উজিরপুর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা।
জানা গেছে, শোলক ও কচুয়া গ্রামের স্থানীয় যুবকরা সোমবার বিকালে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের (তেলীরভিটা) মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলার আয়জোন করে। খেলার ভিতরে শোলক গ্রামের খেলোয়ার ইমরান নাজির শান্তর সাথে অপরপক্ষের কচুয়া গ্রামের টিমের খেলোয়ার জসিমের সাথে ধাক্কা লাগে। এই সময় মাঠে উভয়ের মধ্যে বাকবিতান্ডা হলে স্থানীয় দর্শক ও খেলোয়াররা বিষয়টি থামিয়ে দিয়ে খেলা পুনরায় শুরু করে। খেলা শেষে কচুয়া গ্রামের আ: হক আকনের ছেলে জসিম (২২) ও তার মামাতো ভাই মিজান মিলে ইমরান নাজির শান্তকে দাড়ালো খুড়ঁ দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে।
এসময় স্থানীয়রা ধাওয়া করে জসিমকে আটক করে উজিরপুর থানায় সোর্পাদ করে।
শান্ত বলেন, আমার সাথে জসিমের এর পূর্বে কখন শত্রুতা ছিলোনা । তাকে আমি ভালোভাবে চিনিও না । খেলার মাঠে ফুটবাল কাড়াকাড়ি করতে গিয়ে তার সাথে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে মাঠের ভিতরই আমাকে মারধর করার চেষ্টা করে। তখন অন্যান্য খেলোয়ারদের বাঁধার কারনে হামলা করতে পারেনি। খেলে শেষে মাঠ থেকে বাড়ি যাওয়ার সময় জসিম, মিজান আমাকে খুড়, ছুরি দিয়ে এলোপাথারিভাবে কোপাতে থাকে।
এ ঘটনায় উজিরপুর মডেল থানায় আহতর পিতা নুরুল হক মোল্লা বাদী হয়ে জসিম ও মিজানকে আসামী করে মামলা দায়ের করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মমিন উদ্দিন বলেন, এ ঘটনায় আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


















