বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশের কোথাও হত্যাকাণ্ড হলেই শুনতে পাই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান। বিচারের ভার আইনের, আদালতের। বিচার করার জন্য তো আছে আইন, আদালত, বিচার বিভাগ। আর বিচার চাইতেইবা হবে কেন? যদি পুলিশ, প্রশাসন, আদালত তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে তো বিচার চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
গত রোববার (৭ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নারী এমপি আরও বলেন, রিফাত (রিফাত শরীফ) সৌভাগ্যবান, তার হত্যার ভিডিও ফেসবুকে এসেছে। তাই খুনিদের পুলিশ ধরেছে। গত এক মাসে ২২ জন কুপিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু তাদের খুনিদের ধরতে পুলিশের তেমন কোনো তৎপরতা দেখি না।
দেশে অনেক হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ প্রশাসনের উদাসীনতায় তাদের বিচার হয়না উল্লেখ করে রুমিন ফারহানা অভিযোগ করেন, জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতায় থাকার ফলস্বরূপ পুলিশকে পুরোপুরি দলীয়করণ করেছে সরকার। এদের যাবতীয় মুরদ দেখা যায় বিরোধীদলীয় কর্মীদের বিনা বিচারে হত্যা, গ্রেপ্তার, নির্যাতন আর কারাগারে প্রেরণের মধ্য দিয়ে।
প্রসঙ্গত, ছয়দিন বিরতি শেষে আজ রোববার বিকাল ৫ টায় বসে জাতীয় সংসদের অধিবেশন। গত ৩০ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাশের পর আজ বিকাল ৫টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগামী ১১ জুলাই এই অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।