বরগুনার তালতলী উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের বাসিন্দা ছগির, মজিবর, আসাদুল ও আকলিমা।
স্থানীয় সূত্রে জানা যায়, পঁচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের কবির হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই মানিক হাওলাদারের দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মানিক হাওলাদারের ছেলে হিরন (৩৫), মিলন (৩০) ও কাইয়ুম (২৫) মিলনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন পুরুষ ও মহিলা দেশীয় অস্ত্র নিয়ে কবির হাওলাদারের পরিবারের ওপর হামলা চালায়। হামলায়- ছগির, মজিবর, আসাদুল ও আকলিমাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ দিকে হাসপাতাল সূত্রে জানা যায়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছগিরের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ছগিরের বড় ভাই কবির হোসেন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তালতলী থানা মামলা দায়ের করেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত একজন আসামিকে গ্রেফতার করে। এ সময় বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তালতলী থানার ওই ওসি।