নিউজ ডেস্ক :
রিফাত শরীফের কবর জিয়ারত করলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রিফাতের বাড়ি ৬ নম্বর বুড়ির চর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামের বাড়িতে এসে কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।
এসময় তার সঙ্গে বরগুনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক আলতাফ মাওলানাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে এমপি শম্ভু বলেন, রিফাত হত্যাকারী প্রধান আসামি নয়ন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে।