16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালের ৬ জেলাকে নিয়ে হচ্ছে বিভাগীয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল বিভাগের ৬ জেলাকে একত্রিক করে সম্পূর্ণ নতুনভাবে ‘বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি বরিশাল ক্লাবে অনুষ্ঠিত দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 বিষয়টি রোববার (২১ জুলাই) দুপুরে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের স্বত্ত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু।

তিনি জানান, এর পাশাপাশি ওইসভার মাধ্যমে ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিজনেস এ্যাওয়ার্ড প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২০ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সভা বরিশাল সিটি করপোরেশেনর মেয়র ও  দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনায় প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। যেখানে মেয়র নিজেই ঢাকা থেকে সভায় যুক্ত হন। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে সভায় এফবিসিসিআই’র পরিচালক ও দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মঈনউদ্দিন আব্দুল্লাহসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকে শক্তিশালি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করবেন বলে পরিচলাকবৃন্দ একমত পোষন করেন। পাশাপাশি বরিশালে আন্তর্জাতিক বানিজ্যমেলা ২০২০ আয়োজনের সিদ্ধান্তও সভায় সম্মতিক্রমে গ্রহন করা হয়।

এদিকে বিভাগীয় চেম্বর গঠনের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তরুণ ব্যবসায়ী আরিফুর রহমানের মতে এরমধ্য দিয়ে বিভাগে এক জেলার সাথে অন্য জেলার ব্যবসা বানিজ্যের প্রসার ঘটার পাশাপাশি নতুন সেতুবন্ধন সৃষ্টি হবে।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official