বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে অস্ত্রসহ আটক হওয়া যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ২৮, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ৯ বছর আগে বরিশালে দেশীয় তৈরি অস্ত্রসহ আটক হওয়া যুবকের নামে দায়ের করা মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ রায় দেন। দণ্ডিত আল আমিন নগরীর মুসলিম গোরস্থান রোড করিম কুটির এলাকার বাসিন্দা আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৩ সালের ৬ জুলাই রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বরিশাল নগরের করিম কুটির এলাকায় অভিযান করে।

এ সময় ওই এলাকার নুরে আলমের হোটেল থেকে আল-আমিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে কোমরে গোঁজা অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোজাফফর আলী বাদী হয়ে অস্ত্র আইনে কোতয়ালি মডেল থানায় মামলা করে।

এক মাত্র আল-আমিনকে আসামি করে দায়ের করা মামলায় এক মাস পর আদালতে চার্জশীট দাখিল করেন কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুল মালেক হাওলাদার। আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

রায়ে বিচারক উল্লেখ করেছেন, অস্ত্রের ধরন ও আসামির পিসিআর এবং পিআর বিবেচনায় শাস্তি দেওয়ার ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করা হয়েছে। তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত আল-আমিন এজলাসে উপস্থিত ছিলেন। অস্ত্রসহ আটকের পর কারাবাসের সময় দণ্ডিত ১০ বছর থেকে বাদ যাবে।

সর্বশেষ - বরিশাল