16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে চলন্ত মোটরসাইকেল টেনে ফেলে দিল টোলকর্মীরা!

বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোলে মোটরসাইকেল থামাতে দেরী হওয়ায় পেছন থেকে টেনে চলন্ত মোটরসাইকেল আরোহীকে ফেলে দিল টোলকর্মীরা। এতে দুই মোটর আরোহী আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৪টার দিকে রূপাতলি টোলঘরে এ ঘটনা ঘটে।

আহত শাহ আলম (৪৫) টিএন্ডটি-রাজস্ব এবং ফারুক (৩৬) বরিশাল সিটি কর্পোরেশনে চাকুরী করেন।

টোলকর্মীদের টানা হেচড়ায় পড়ে যাওয়ায় তারা প্রতিবাদ করলে উল্টো একদল সন্ত্রাসী তাদেরকে মারধর করতে ঔদ্ধত হয় বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, আমরা বরিশাল থেকে ওপাড়ে যাচ্ছিলাম। টোলের জন্য হোন্ডা থামাতে গতির কারনে একটু সামনে চলে যায়। এতে টোলের কর্মীরা গিয়ে টেনে হিচড়ে মটরসাইকেল চালক ও আরোহীসহ মোটরসাইকেল ফেলে দেয়। এতে শাহ আলমের বাম পা চোট পায়। এবং রক্তক্ষরন হয়। সাথে থাকা ফারুকও আহত হন।

এদিকে টোলকর্মীরা উল্টো অভিযোগ করে বলেন, তারা টোল না দিয়ে যাওয়ার চেস্টা করেছে। তাই থামাতে গিয়ে একটু ব্যাথা পেয়েছে।

এ বিষয়ে ব্রিজ টোলের ইজারাদার মাহফুজ খান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সিসি ক্যামেরা দেখে দোষীদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।