26 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রচ্ছদ বরিশাল

বরিশালে তেলের লরির সাথে যাত্রীবাহি বাসের সংঘর্ষে নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকীতে বাস ও তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তেল বহনকারী লরির চালক ঘটনাস্থলে নিহত হন এবং বাসের ৬ যাত্রী আহত হয়েছে। নিহত মোক্তার মোল্লা (৫০)গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার বাসিন্দা।

আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল পৌনে ৭ টার দিকে টরকী বাজার সংলগ্ন ব্রিজের উত্তর প্রান্তে ঘটা এ দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।

স্থানীয়রা জানান,বরিশাল থেকে বিএমএফ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। টরকি ব্রিজের উত্তর প্রান্তের পৌছালে বিপরীত দিক থেকে আসা তেলের লরির
সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ বেলাল হোসেন বলেন, এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের ৬ জন যাত্রী আহত হন।

তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়ি অবস্থায় পরে থাকলে সেটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেয়া
হয়েছে।

তবে একদম যান চলাচল বন্ধ ছিলো না। ছোট গাড়িগুলোকে সবসময় চলাচল করতে দেয়া হয়েছে। বাস-ট্রাকের মতো বড় যানবাহনগুলো প্রায় ১ ঘন্টা দুর্ঘটনার কারনে
মহাসড়কের ওপর আটকে ছিলো।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official