অনলাইন ডেস্ক :: সময়ের সঙ্গে সঙ্গে বরিশালে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে এমন তথ্যই পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালে আজ রোববার (২৮ জুলাই) সকাল পর্যন্ত ২৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২০ পুরুষ ও ৫ জন নারী।
ডেঙ্গু জ্বরে আক্রান্তদের এ হাসপাতালে আলাদা কোনো স্থান বা জায়গার ব্যবস্থা এখনো না করা হলেও মেডিসিন ওয়ার্ডগুলোতেই সাধারণ রোগীদের সঙ্গেই তাদের চিকিৎসা চলছে। তবে এসব রোগীদের জন্য মশারিসহ সব ব্যবস্থাই হাসপাতাল কর্তৃপক্ষ করছে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষাও হাসপাতাল থেকেই করা হচ্ছে। আর রোগীদের প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন হাসপাতালের পরিচালকসহ বিভাগীয় প্রধানরা।
গতকাল শনিবার (২৭ জুলাই) পর্যন্ত যার সংখ্যা ছিল মাত্র ১২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মধ্যে দু’জনের অবস্থা একটু বেশি খারাপ। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত বরিশালে ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
এদিকে, শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বরাত দিয়ে চিকিৎসকরা বলেন, ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগ রোগী ঢাকা থেকে ডেঙ্গুর জীবাণু শরীরে বহন করে বরিশালে এসেছেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, বরিশালে আগে ডেঙ্গুর উপস্থিতি না থাকলেও ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্তরা বরিশালে ফিরে আসায় রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগ প্রতিরোধে বাড়ির আশে পাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ রোগের প্রাথমিক লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।