বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই ) দুপুর আড়াই টার দিকে বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার মৃত রজব আলী হাওলাদারের ছেলে মোঃ কামাল হোসেন (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩০)। তাদের ৩ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
স্বজনরা জানান, বাড়ির পাশের পাট খেতের ভিতরে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিলো। ক্ষেতে পাট তুলতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন মমতাজ বেগম। তাকে বাচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল হোসেন। পরে উভয়কে স্থানীয়রা উদ্ধার করে পার্শবর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
এসময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ মাকসুদুর রহমান তাদের মৃত্যু বলে ঘোষনা করেন।