বরিশাল নগরীর সদর রোডস্থ বেলভিউ মেডিকেল সার্ভিসেস কে টেষ্টে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর একটি অভিযোগের ভিত্তিতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার ২ জুলাই বরিশাল মহিলা ক্লাবস্থ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর কার্যালয় শুনানী শেষে এ আদেশ দেন। জানা গেছে গত ১৩ জুন দিন পূর্বে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার সাংবাদিক নজরুল হক এর মেয়ে শ্বাস কষ্ট রোগের ডাক্তার দেখাতে আসেন। বক্ষব্যাধি চিকিৎসক সিদ্দিকুর রহমানকে দেখান। তিনি মেয়েটিকে টেষ্ট করানোর জন্য বরিশাল বেলভিউ মেডিকেল সার্ভিসেস লিঃ পাঠায়। সেখানে এসে বেশ কয়েকটি পরিক্ষায় অতিরিক্ত অর্থ নেয় বেলভিউ কর্তৃপক্ষ। গত এর জন্য মেয়েটি বরিশাল ভোক্তা সংরক্ষন অধিদপ্তরে অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার ২ জুলাই বিকেল ৪ টার দিকে শুরু হয় শুনানী। শুনানী শেষে ভোক্তা অধিকার সংরক্ষন এর পরিচালক বেলভিউ মেডিকেল সার্ভিসেসকে ২০ হাজার টাকা জরিমানা করেন।