বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আলমের বিরুদ্ধে মিথ্যা মামলায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাযায় বিসিসির ২৬নং ওয়ার্ড হরিনাফুলিয়া এলাকার সরদার বাড়ির লিটন, মজিবর সরদার, মোঃ সাগর সরদার (২২) পিতা: আঃ রহমান সরদার, হাফেজ হাং (২৩) পিতা: মনির হাং ও মোঃ আক্কাস (২১) পিতা: মনির হাং দীর্ঘদিন ধরে এক ছাত্রলীগ নেতার নাম ভাঙ্গিয়ে জাগুয়া ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিং ব্যবসা করে আসছিলো।
এনিয়ে গতকাল রবিবার সন্ধ্যায় ঐ এলাকার কিছু লোকজনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মারামারির সময়ে জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী না থাকলে প্রাণহানির ঘটনা ঘটে যেতো। চেয়ারম্যান মোস্তাক আলম মারামারি থামালেও উদ্দেশ্য প্রনিত ভাবে ঐ মামলায় তাকে জরানো হয়েছে ।
এতে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ বিষয়ে চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী বলেন মারামারি মামলায় আমাকে ষড়যন্ত্র করে আসামি করা হয়েছে।