বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে যুবদলের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১৪, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুবদল। সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক সভাপতি এএইচএম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন বাবলু সহ অন্যান্যরা।

সমাবেশ থেকে যশোরে যুবদল নেতা হত্যাকারীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় অশ্বিনী কুমার হলের সামনে তাদের আটকে দেয় পুলিশ।

এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অংশগ্রহন করেন নেতাকর্মীরা।
যুবদলের বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

সর্বশেষ - জাতীয়