বরিশালের উজিরপুর উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় সাগর আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর ইচলাদির মৃত সোনামদ্দিনের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ইচলাদী বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন পথচারী সাগর আলী। এসময় উপজেলার আশোকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হওয়া দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অ্যাম্বুলেন্স আটক করা গেলেও চালক পালিয়েছে।