সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় লঞ্চ থেকে যুবকের ঝাঁপ

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১৭, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ

স্ত্রীর সঙ্গে বনিবনা’ না হওয়ায় লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক যুবককে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর মল্লিকপুর লালবয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই আসাদুল হক গালিব।

উদ্ধার হওয়া মোহাম্মদ মনির (২৫) ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের আসুলী গ্রামের মৃত জাফরউদ্দিনের ছেলে।

এসআই গালিব বলেন, রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর লালবয়া এলাকার জেলেরা জানায় এক ব্যক্তি বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করছে।

খবর পেয়ে কালিগঞ্জ নৌ-ফাঁড়ির এসআই ওমর ফারুক গিয়ে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মনির লালমোহন থেকে ঢাকাগামী এমভি গ্লোরী অব শ্রীনগর-৭ লঞ্চে ঢাকা যাচ্ছিলেন।

তাকে উদ্ধার করা এসআই ওমর ফারুক বলেন, মনির প্রথমে পা পিছলে নদীতে পড়ে যাওয়ার কথা বললেও তার মা বিবি হাজেরা এলে ভিন্ন কথা বলেছেন।

মনির তার মায়ের সামনে জানিয়েছে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হয় না। তাই আত্মহত্যা করতে লঞ্চ থেকে সে নদীতে ঝাঁপ দিয়েছিল।

এসআই ওমর ফারুক আরও বলেন, ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক মনিরকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক