উদ্বোধন হলো বিলাসবহুল লঞ্চটি এমভি কুয়াকাটা ২। লঞ্চটি ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে। সোমবার আনুষ্ঠানিকভাবে লঞ্চটি উদ্বোধন করছেন অভ্যন্তরিন নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন লঞ্চটির স্বত্তাধিকারি আলহাজ্ব আবুল কালাম। তিনি জানান, প্রযুক্তির সাথে আমরা সর্বোচ্চ তাল মেলানোর চেষ্টা করেছি। এখানে আছে ফ্রি ওয়াইফাই, ক্যাবল টিভির সুবিধা। যাত্রীদের ভ্রমণ সময়কে আনন্দময় করতে যা যা প্রয়োজন তাই করার চেষ্টা করেছি।
কুয়াকাটা টু গত ২১ জুলাই থেকে চলাচল শুরু করেছে। লঞ্চটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো চারতলায় ওঠার দুটি সিঁড়ি। সিঁড়ির ধাপগুলোর ভেতরের দিকে যুক্ত করা হয়েছে এলইডি টিভি। লঞ্চটি নির্মাণ করেছে দেশের অন্যতম নৌযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডলার ট্রেডিং কর্পোরেশন।
এখানে রয়েছে চোখ ধাঁধানো কাঠের কারুকাজ, নান্দনিক ডিজাইন ও আধুনিক সাজসজ্জা। রয়েছে বিনোদন স্পেস, বড় পর্দার টিভি, দেশ-বিদেশের চ্যানেল দেখতে ডিশ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, ইন্টারকম যোগাযোগের ব্যবস্থা, রেস্টুরেন্ট, উন্মুক্ত ওয়াইফাই সুবিধাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।
বড় জাহাজের আদলে তৈরি লঞ্চটি দেড় হাজারের বেশি যাত্রী ধারণ করতে পারবে। চারতলা লঞ্চটিতে পাঁচ শতাধিক টন পণ্য পরিবহনের সুবিধা রয়েছে।