বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকলেও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে কোনো ছাড় দিবেন না।
তিনি বলেন, নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থী হয়েছি প্রতিদ্বন্দ্বিতা করতে। সরকার দলীয় প্রার্থীকে সহযোগিতা করতে ভোটে নামিনি। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব একথা বলেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন সিটি নির্বাচনের জাতীয় পার্টির সমন্বয়ক ও জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জাপা নেতা নজরুল ইসলাম, ফোরকান তালুকদার, হারুন আর রশিদ, নজরুল ইসলাম হেমায়েত, জাহাঙ্গীর হোসেন ফকির ও সফিউল্লাহ দিপু প্রমুখ।