27 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বরিশাল সিটি নির্বাচনে প্রচারণায় এগিয়ে সাদিক, এখনো ‘নিস্তেজ’ সরোয়ার

শেখ সুমন :

আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ১৪ দলীয় জোটেরও মনোনীত প্রার্থী। অর্থাৎ দল কিংবা জোট থেকে তাঁর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ কোনো প্রার্থী নেই। অন্যদিকে এক ধরনের অস্বস্তির মধ্যে আছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। কারণ নিজ দলের স্থানীয় শীর্ষ পর্যায়ের তিন নেতা এখনো তাঁর সঙ্গে ‘হাত মেলাননি’, যাঁরা কিনা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন।

এই তিন নেতা হলেন বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান। মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে গতকাল রবিবার যাচাই-বাছাই পর্যন্ত এই তিন নেতার কাউকে সরোয়ারের পক্ষে দেখা যায়নি। জামায়াতে ইসলামী সরোয়ারকে সমর্থন দিলেও জোটের আরেক দল খেলাফত মজলিস তাদের প্রার্থী দিয়ে রেখেছে। তাই সব দিক ঠিক করে এখনো সরোয়ারের পক্ষে পুরোদমে প্রচারণার মাঠে নামা সম্ভব হয়নি।

গত বুধবার রাতে জেলা ও নগর ১৪ দলের এক সভায় সাদিককে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। এরপর ১৪ দলের নেতাকর্মীরা তাঁর পক্ষে প্রচারণা শুরু করে। গত শনিবার সাদিকের পক্ষে বৈঠক করেন তাঁর মা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতা সাহান আরা বেগম। বরিশাল জেলা মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রীদের নিয়ে তিনি বৈঠকটি করেন। সেখানে সবাই সাদিককে মেয়র নির্বাচিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর তাঁর পক্ষে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতারা বৈঠক করেন এবং প্রচারণায় নামেন।

গতকাল মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হন সাদিক। এরপর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তবে সরোয়ার রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাননি। বরিশাল মহানগর এলাকায় কিছু নেতাকর্মী নিয়ে দু-একটি সভা করতে দেখা গেছে সরোয়ারকে। তিনি বাইরেও খুব একটা বের হন না। তবে বিএনপির একাধিক সূত্র জানায়, বরিশাল বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার সঙ্গে আলোচনা চলছে। তাঁরা সবাই সরোয়ারের পক্ষে মাঠে নামলেই তাঁর নির্বাচনী কার্যক্রম প্রাণ ফিরে পাবে। এর বাইরে জামায়াতে ইসলামী সরোয়ারের পক্ষে রয়েছে। আর খেলাফত মজলিস প্রার্থী প্রত্যাহার করে নেবে বলে আশ্বাস দিয়েছে।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, কেন্দ্র থেকে ২০ দলীয় জোটের একক প্রার্থী করা হয়েছে মজিবর রহমান সরোয়ারকে। খেলাফত মজলিস যেহেতু জোটের শরিক, সে কারণে তাদের কেন্দ্রের সিদ্ধান্তই অনুসরণ করতে হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official