16 C
Dhaka
January 25, 2026
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা জাতীয় প্রচ্ছদ

বাংলাদেশের বিপক্ষেই সুযোগ পাচ্ছেন জাদেজা

গতকাল (রোববার) ইংল্যান্ড-ভারত ম্যাচের ফলাফল কঠিন করে দিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার রাস্তা। এখন বাকি থাকা দুই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই টাইগারদের হাতে। তার ওপর চেয়ে থাকতে হবে অনেক সমীকরণের উপর।

বার্মিংহামে গত ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৩১ রানে হারের পর কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে ভারত। কেননা আসরে অপরাজিত থাকার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে পারেনি তারা।

সেই একই মাঠে আবার আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে বিরাট কোহলির দল। আর সেই ম্যাচে দলের একাদশে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি ভারতের দুই লেগ স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল ও কুলদ্বিপ যাদব। দুজনে মিলে ২০ ওভার করে মোট ১৬০ রান দিয়ে উইকেট তুলতে পেরেছেন মাত্র একটি।

তাই তাদের এই খারাপ পারফরমেন্সে কপাল খুলতে যাচ্ছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। বাংলাদেশ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘আগামী ম্যাচে বিভিন্ন কম্বিনেশন নিয়ে মাঠে নামতে যাচ্ছি আমরা। উইকেট এবং মাঠের সাইজের ব্যাপারটা নজরে থাকবে, যে কারণে এই ম্যাচে রবীন্দ্র জাদেজাকে সুযোগ দিতে পারি আমরা।

ইংল্যান্ডের বিপক্ষে হারের জন্য মাঠের সাইজ নিয়ে প্রশ্ন তুলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যে কারণে ম্যাচের মধ্যে অনেকগুলো ভুল করে ফেলেছেন তারা। এবার সেই ভুল গুলোকে শুধরে বাংলাদেশের বিপক্ষে নামতে চান সঞ্জয় বাঙ্গার।

তিনি বলেন, ‘উইকেট ও মাঠের সাইজ সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। ইংল্যান্ডের বিপক্ষে যে ভুলগুলো করেছি তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। সেগুলো চিহ্নিত করে বাংলাদেশের বিপক্ষে আরো ভালো খেলার চেষ্টা করব।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official