28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বাকেরগঞ্জে বিক্রিকালে ২০ বস্তা বই জব্দ !

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কবিরাজ দাখিল মাদ্রাস থেকে বিক্রি করা ২০ বস্তা বই উদ্ধার করেছেন স্থানীয়রা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি জানতে পেরে লোক পাঠিয়ে তা অফিসে নিয়ে যান। রবিবার (৩০ জুন) দুপুর ২টায় এ ঘটনার পর থেকে মোবাইল বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক।

স্থানীয় তোফাজ্জেল গাজী, রফিক খান, মোয়াজ্জেম হাওলাদার ও খোকন হাওলাদার জানান, ভ্যান বোঝাই করে মাদ্রাসার বই নিয়ে যাওয়ার সময় আমাদের সন্দেহ হলে ভ্যানটি আটক করি। এ সময় ভ্যানের লোকজন বইগুলো মাদ্রাসার সুপার মালেক ১০ টাকা কেজি দরে বিক্রি করেছেন বলে জানান। সেখানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ২০ বস্তা বই ছিল।

কোনোভাবে বইয়ের বস্তা না ছাড়ায় ভ্যানচালক ও তার লোকজন মোবাইলে সুপারকে খবর দেন। সুপার ঘটনাস্থল থেকে কিছু দূরে এসে লোকজনের ভিড় দেখে মোবাইল বন্ধ করে পালিয়ে যান। এরপর বিষয়টি বরিশাল জেলা প্রশাসককে অবহিত করি। সেখান থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হলে সেখান থেকে অফিস সহকারী মজিবুর রহমানসহ চার জনকে পাঠানো হয়। তারা বই জব্দ করে উপজেলা অফিসে নিয়ে যান।

এদিকে মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী আছেন। কিন্তু বই আনার সময় চাহিদাপত্র দেওয়া হয় দ্বিগুন। বছরের ছয় মাস অতিবাহিত হওয়ায় সুপার বইগুলো বিক্রি করে দেন। প্রতি বছর এভাবে বই বিক্রি করে আসছেন সুপার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল আহমেদ জানান, জব্দকৃত বই অফিসে নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওই মাদ্রাসার সুপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান গোলাম মোরশেদ উজ্জল বলেন, বিষয়টি আমি শুনেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে সুপারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official