26 C
Dhaka
মে ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বানারীপাড়ার ল্যাংড়া সোহেলের বাড়ি থেকে বিপুল গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বানারীপাড়া উপজেলার শীর্ষ মাদক কারবারি সোহেল মোল্লা ওরফে ল্যাংড়া সোহেলের বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছেন তারা।

তবে র‌্যাবের অভিযান টের পেয়ে মাদক কারবারি চক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি তারা। ২৩ জুলাই দুপুরে র‌্যাব-৮ সদর দপ্তরের মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শুক্রবার বিকালে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপোতা গ্রামে ল্যাংড়া সোহেলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সোহেল মোল্লা (৩৫), তার সহযোগী শাহাদাত হোসেন (২৭) ও হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যায়। পরে সোহেলের বাড়িতে তল্লাশী চালিয়ে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাবের আভিযানিক দল।

এই ঘটনায় শনিবার গভীর রাতে র‌্যাব-৮ এর ডিএডি আব্দুল মতিন বাদী হয়ে পালাতক তিনজনকে আসামি করে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

এদিকে, স্থানীয় সূত্র জানায়, সোহেল মোল্লা ওরফে ল্যাংড়া সোহেল দীর্ঘদিন ধরে উপজেলায় মাদক কারবারি করে আসছিল। দেশের বিভিন্ন স্থান হতে মাদকের চালান এনে বানারীপাড়াসহ পার্শ্ববর্তী এলাকায় খুচরা মূল্যে বিক্রি করতো।

তারা জানান, ইতিপূর্বে র‌্যাব এবং পুলিশের হাতে একাধিকবার মাদকদ্রব্যসহ আটক হয়েছে সোহেল। কিন্তু পরবর্তীতে কিছুদিন হাজতবাস করে আইনের ফাঁকফোকরে বেরিয়ে আসে। আবার শুরু করে মাদক কারবারি। সোহেল কুমিল্লা এবং চাঁদপুর অঞ্চল থেকে মাদকের চালান আনতো বলে সূত্র নিশ্চিত করেছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official