যে ধরনের ঘটনাই ঘটুক না কেন, যত গ্রেফতারই হোক না কেন, বিএনপি মাঠ ছেড়ে যাবে না, সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের মাঠে থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন বরিশাল সিটি নির্বাচনে বিএনপি সহ ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারী রোডের কারিকর বিড়ি ফ্যাক্টরি এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে এই হুশিয়ারি দেন সরোয়ার।
এদিকে সরোয়ারের পক্ষে দুপুর দেড়টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মীর্জা আব্বাস অভিযোগ করেন, বরিশালে একটা ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। গত রাত (বুধবার) থেকে আওয়ামী লীগ বরিশালে ত্রাসের রাজত্ব শুরু করেছে। পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। অহেতুক গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করেছে। মাটি কামড়ে হলেও বিএনপি নেতাকর্মীরা যে কোন পরিস্থিতিতে শেষ পর্যন্ত মাঠে থাকবে বলে ঘোষণা দেন মীর্জা আব্বাস।
সংবাদ সম্মেলনে মীর্জা আব্বাস ছাড়াও বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার, দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ২০ দলের শরীক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, দলের কেন্দ্রিয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গত বুধবার বরিশালে আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দিয়েছে বলে খবর ছড়ানোর পরও আজ দিনভর নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন জাপার মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।
দুপুরে নগরীর টিয়াখালী এলাকায় গণসংযোগকালে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তাপস সাংবাদিকদের বলেন, তিনি এইচএম এরশাদের কোন নির্দেশ পাননি। দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার ক্ষমতাসীনদের সাথে জাতীয় সংসদের একটি আসন ভাগাভাগির জন্য তার নিজের স্বার্থে এই চক্রান্ত করেছেন বলে অভিযোগ তাপসের। তিনি নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন।
এদিকে আজ দুপুর ২টার দিকে নগরীর কলাপট্টি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহ। গণসংযোগকালে সাদিক আবদুল্লাহ বিএনপি নেতা মীর্জা আব্বাসের অভিযোগ নাকচ করে দিয়েছেন। বরং সাদিক বিএনপি’র বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ভোটারদের ভয়ভীতি দেখানোর পাল্টা অভিযোগ করেন। তিনি ভয়ভীতির উর্ধ্বে উঠে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এছাড়াও ইসলামী আন্দোলনের মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট একে আজাদ এবং বাসদের ডা. মনিষা চক্রবর্তী আজ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন