বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার বাঁচা-মরার ম্যাচে ভারতের কাছে ২৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। এ পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে সেমির লড়াই থেকে ছিটকে যায় টাইগাররা।
তবে পুরো টুর্নামেন্ট জুড়েই লড়াকু পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভাসছেন টাইগাররা। টাইগারদের খেলায় মুগ্ধ হয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন বলেন, ম্যাচে মিডল অর্ডারে ব্যাটসম্যানরা আরও একটু বড় জুটি গড়লেই ভারতের ৩১৫ রানের টার্গেট ছুঁতে খুব বেশি কষ্ট হতো না তাদের।
শচীন বলেন, বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এটা শুধুমাত্র একটা ভালো পারফরম্যান্স নয়, তারা এখন ধারাবাহিকভাবেই ভালো খেলছে। আর তা অবশ্যই স্বীকার করতে হবে এবং তার ক্রেডিট দিতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশকে এখন ক্রিকেটের ব্র্যান্ড বলা যায়। আর বাংলাদেশের যতগুলো খেলা আমি দেখেছি, তার সবগুলোর মধ্যে এটাই ছিল সবথেকে ভালো।
এজবাস্টনে ভারতের দেওয়া ৩১৫ রানের জবাবে ২৮৬ রান করে টিম টাইগার। সেমিফাইনালে জায়গা করে ম্যাচে ২৮ রানে পরাজিত হয় বাংলাদেশ। এই ম্যাচে হারের ফলে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের।
আগামী ৫ জুলাই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে।