ভারতের থিয়েটার মার্জিনাল আয়োজিত ”এপার ওপার নাট্যৎসব ’’ এ এবছর যোগ দিবে বরিশালের নাট্যদল শব্দাবলী পরিচালিত বরিশাল শিশু থিয়েটার । তারা মঞ্চস্থ করবে নাটক “আওয়ার কিংডম”। এটি বরিশাল শিশু থিয়েটারের ১০ম প্রযোজনা। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শামিমা শওকত লাভলী।
নাটকটিতে দেখানো হয়েছে শিুশুরা তাদের ভাবনার মধ্য দিয়ে কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায় খুব সহজেই। তাই রূপ কথার নানান গল্পকে ভালবেসেই বেড়ে ওঠে শিুশুরা। তাইতো তাদের ভাবনায় নাড়া দেয় মাংসাশী কোন প্রানিও হতে পারে ভেজিটেরিয়ান। শিশুদের এমনি এক ভাবনাকে নাট্টিক উপাদানে মঞ্চে নিয়ে এসেছে বরিশাল শিশু থিয়েটার। আধুনিক ইলেট্রনিক্স এর যুগেও শিশুরা যে রূপকথার কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায় তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই নাটকে । নাটকটিতে বর্ননা করা হয়েছে শিশুর রাজ্যে থাকবেনা কোন ভয় ,হিংসা , ক্রোধ । ভালোবাসায় বাসযোগ্য হবে শিশুর পৃথিবী।
আগামী ২০ জুলাই নাটকটি কলকাতার মধ্যমগ্রম নজরুল শত বার্ষিকী সদন মঞ্চে মঞ্চস্থ হবে। এ লক্ষে আগামী ১৯ জুলাই ২৬ সদস্যের একটি শিশু নাট্য দল বরিশাল ত্যাগ করবে। তার নেতৃত্ব দেবেন বরিশাল শিশু থিয়েটারের সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন :- আরভিন স্বাধীন , তানিয়া আক্তার , সজল সিকদার , সাবা তাবাস্সুম স্বর্না, সাবা ওহি , সিনথিয়া দিপা রায় , লামিয়া আপসারা ইন্নি , রাইসা কবীর রঈশী , তাহিরা ই¯্রাফিল জারা , শিখা উর্দি বর্না প্রমুখ।