বরিশাল নগরীর কাউনিয়া আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহানা (১১) নামের ৪র্থ শ্রেনীর এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার আনুমানিক দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটেছে।
পরে কাউনিয়া থানা পুলিশ সংবাদ পেয়ে দুপুর সোয়া ৩ টার দিকে মৃত দেহ উদ্ধার করে। মৃত ফারহানার বাবা মো: ফারুক মিয়া। তিনি পেশায় একজন অটোচালক। ফারুকের গ্রামের বাড়ি ময়মনসিংহে হওয়ায় তারা স্ব-পরিবারে কাউনিয়ার ছোট মিয়ার বাড়ি দীর্ঘ দিন যাবৎ ভাড়া থাকতো।
এ ব্যাপারে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম জানান, গোসল করতে দেরি হওয়ায় মৃত ফারহানাকে সকাল ১১ টার দিকে স্কুলে যাওয়ার জন্য তার মা রাগারাগি করেছিলো। পরে সকাল ১১ টার দিকে মৃতর মা অন্য বাসায় কাজ করতে যায়। দুপুর ১ টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা জানালা বন্ধ পায়। সন্দেহ হলে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ফারহানাকে নিজের ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় সংবাদ পেলে পুলিশ এসে ফারহানার ঝুলন্ত অবস্থায় মৃত দেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরইবাংলা মেডিকেল হাসপাতালের মর্গে নেয়া হবে।