মানিকগঞ্জের যমুনা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আরিচা ঘাটের কাছে ওই ট্রলারটি ডুবে যায়। ২৪ জুলাই, শুক্রবার সকালে প্রায় ৯টার দিকে শিবালয় উপজেলার চর শিবালয় এলাকায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
এ সময় ওই ট্রলারে করে প্রায় ৪৫টি গরু বিক্রয়ের জন্য আরিচা ঘাটের হাটে আনা হচ্ছিলো। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কোরবানির জন্য ৪০ থেকে ৪৫টি গরু নিয়ে পাবনার নগরবাড়ি থেকে আরিচা ঘাটের সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন ব্যাপারী এবং খামারি। ঘাটের কাছে নৌকাটি স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে ব্যাপারী ও খামারিদের উদ্ধার করেন।
এ সময় ৫টি গরুও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বাকি গরু ও ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়ভাবে গরুগুলো উদ্ধারে তৎপরতা চলছে।