28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা

রাঙামাটিতে আগুনে পুড়েছে শতাধিক বাড়ি-দোকান

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়া টিলা এলাকায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান, ২টি আসবাবপত্রের কারখানাসহ শতাধিক বসতঘর পুড়ে গেছে।

এলাকাবাসীরা জানান, রাত পৌনে একটার সময় যখন আগুন লাগে সে সময় অধিকাংশ লোকজনই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী, সেনাবাহিনী, দিঘীনালা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে লংগদু সেনা জোনের কমান্ডার লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায়, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তদন্ত করে তালিকা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এই জনপ্রতিনিধি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও নির্ণয় করা যায়নি। তবে একটি বসত ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসীর ধারণা।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official