29 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজণীতি

রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাজাকারদের তালিকা তৈরির যে উদ্যোগ নিয়েছে এতে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য নজরদারির আহ্বান জানিয়েছেন বক্তারা।

সোমবার (৮ জুলাই) লন্ডনে প্রজন্ম ’৭১ যুক্তরাজ্য শাখা আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।

পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তানদের অনেকেই বর্তমানে খোলস পাল্টে রাজনৈতিক ফায়দা লুটে চলেছে।

বাংলাদেশকে স্বাধীনতার চেতনায় এগিয়ে নিতে হলে এসব সুবিধাভোগী স্বাধীনতাবিরোধী চক্রকে খুঁজে বের করে প্রতিহত করা সময়ের দাবি।

বক্তারা বলেন, দেরিতে হলেও রাজাকারদের তালিকা তৈরির এ উদ্যোগ প্রশংসনীয়। রাজাকার এবং রাজাকারের বংশধর যারা প্রভাবশালী হয়ে উঠেছে তারা যেন এ তালিকা প্রণয়নে কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য দরকার সরকারের কঠোর নজরদারি।

সভায় বক্তারা ৩০ লাখ শহীদের তালিকা তৈরি, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ব্যবস্থা নেওয়া, গণহত্যার সঙ্গে জড়িত পাকিস্তানি বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা, যারা পাকিস্তানি বাহিনীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে তাদের রাজাকার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা, শহীদ পরিবার কল্যাণ ট্রাস্ট গঠন করে শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে দেখভালের ব্যবস্থা নেওয়া, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা, মুক্তিযুদ্ধের সময়কার স্থাপনা-স্থান ইত্যাদি সরকারিভাবে রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত বাজেট প্রণয়ন, মুক্তিযোদ্ধা পরিবারের ত্যাগ, তাদের জীবনের প্রকৃত চিত্র তুলে ধরা এবং সব শহীদের কবর সরকারিভাবে সংরক্ষণের দাবি জানান।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পাঠ্যপুস্তকে পর্যাপ্ত তথ্য যোগ করার পাশাপাশি ‘জয় বাংলা’ স্লোগান সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিও জানান বক্তারা।

বক্তারা আশা করেন, স্বাধীনতার প্রকৃত চেতনায় একটি উন্নত-সমৃদ্ধ, শহীদদের স্বপ্নের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ বাবুল হোসেন। সভা পরিচালনা করেন এ কে এম আবদুল্লাহ।

গোলটেবিল আলোচনা সভায় অংশ নেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ দেওয়ান গৌস সুলতান, যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম খান, সাংবাদিক ও গবেষক মুক্তিযোদ্ধা ইসহাক কাজল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুর রহমান, মুক্তিযোদ্ধা আহবাব চৌধুরী, আমির খান, আবদুল হাদি, ফয়জুর রহমান খান, আশরাফ উদ্দিন মুকুল, সৈয়দ গোলাম আলী, দেওয়ান কামাল, আতিকুর রহমান।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official