বরিশাল নগরীতে ট্রাক ও যাত্রীবাহী আলফার (থ্রি-হুইলাম যানবাহন) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলফা চালকসহ অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে শহরের কাশিপুর হাই স্কুল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- নগরী নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আলফা ৭ যাত্রী নিয়ে গড়িয়ারপাড়ের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কাশিপুর এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাকের সাথে আলফাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলফাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ৫ যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
এই তথ্যে সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম জানান- আহতদের শেবাচিমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে চালকসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় চালকসহ পালিয়ে গেলেও ট্রাকটিতে আটক করে নিজেদের হেফাজতে পুলিশ।’