28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজণীতি

রাষ্ট্রের অর্থ আপচয় রোধে স্থানীয় সরকার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা থাকতে হবে: মঞ্জু

সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, রাষ্ট্রের অর্থ অপচয় রোধ করতে হবে। এসময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, গ্রামীণ অবকাঠামোসহ সাধারন মানুষের সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকারের প্রশাসন, জনপ্রতিনিধিদের বিভিন্ন কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। কারন রাস্ট্রের টাকায় এসকল উন্নয়ন করা হয়।

আর সে টাকা জনগনের ট্যাক্সের মাধ্যমে আদায় করা হয়। তাই উন্নয়ন মূলক বিভিন্ন কাজের জন্য রাষ্ট্রীয় বরাদ্ধের অপচয় বন্ধ এবং গৃহীত প্রকল্প সমূহ নির্ধারিত সময়ে সঠিক ভাব সম্পন্ন হয়েছে কিনা বে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। বুধবার রাতে ভা-ারিয়া উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন হল রুমে পৌর সভার কর্মকর্তা,কাউন্সিলরদের সাথে পৌর সভার বিভিন্ন কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় যোগদান করেন।

এসময় পৌর সভায় চলমান কাজের মধ্যে জলবায়ূ ট্রাস্টফান্ড,নগর উন্নয়ন ,কুয়েত ফান্ড ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন,স্থানীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে উন্নয়ন কাজ তরান্বিত করার জন্য চেয়ারম্যানদের শুধু শালিসি করার জন্য নয় তাদের কাজের বিষয়ে আন্তরিক হতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রের বরাদ্ধকৃত অর্থের অপচয় রোধ করতে হবে। কাজের বিষয়ে এমপি বলেন,যারা কাজ করেন তারা যদি সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয় সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরকারি নিয়মানুযায়ী ব্যবস্থাও নেয়া প্রয়োজন। প্রয়োজনে তাদের ছাড়পত্র বাতিল করে নতুন করে হলেও সঠিক সময়ে কাজের মান ভালো রেখে সঠিক সময়ে যারা কাজ সম্পন্ন করতে পারবে তাদের কাজ দিতে হবে। কারন বর্তমান সরকার প্রধান কাজের বিষয় যথেষ্ট আন্তরিক। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। পৌর সভায় গৃহীত প্রকল্পসমূহের বিষয় উপস্থাপন করেন সহকারী প্রকৌশলী মো. নুরুল আমীন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভা-ারিয়া পৌর সভার সহায়ক কমিটির সদস্য ও ভা-ারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ওসি মো. মাকসুদুর রহমান, পৌর সভার সচিব মো. আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সহায়ক কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার এবং কাউন্সির ও সহায়ক কমিটির সদস্যগণ ছাড়াও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, হুমায়উন কবির, জেলা পরিষদের সদস্য আ.হাই হাওলাদার প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official