অনলাইন ডেস্ক:
বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ আসামিকে আদালতে তোলা হয়েছে। আজ সোমবার গ্রেপ্তারকৃত আসামি সাইমুন, সাগর, অলি, নাজমুল এবং তানভীরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজীর আদালতে তোলা হয়।
আদালতে তোলা আসামিদের মধ্যে অলি এ মামলার ১১ নম্বর আসামি। বাকি সবাই সন্দেহভাজন গ্রেপ্তার। অলি এবং তানভির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুনানী চলছিলো।
এদিকে বেলা তিনটার দিকে রিফাত হত্যাকাণ্ডের ঘটনা অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। এ সময় তিনি বলেন, আরো একজন আসামিকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাবে না।
এ সময় পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, রিফাত হত্যাকাণ্ডের সকল আসামি ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে খুব শিগগিরই সকল আসামিকে গ্রেপ্তারে সক্ষম হবে পুলিশ। এ নিয়ে পর্যন্ত মোট নয়জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।
এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চন্দন ওরফে জয় চন্দ্র সরকার এবং ৯ নম্বর আসামি মো. হাসান। এ ছাড়া সন্দেহভাজন আসামি মো. নাজমুল হাসান, তানভির, মো. সাগর এবং কামরুল হাসান সাইমুন, ১১ নম্বর আসামি অলি এবং টিকটক হৃদয়সহ আরো একজন।
এদিকে হত্যাকাণ্ডের ৫দিন পেরিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে এ হত্যাকাণ্ডের মূল হোতা নয়নবন্ডসহ রিফাত, রিশানসহ অন্যরা।