স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:
লোকাল যাত্রী না নেয়ায় সাকুরা পরিবহনের সুপারভাইজারের উপর হামলা করা হয়। বুধবার সকাল সাড়ে নয়টায় যাত্রী নিয়ে ভান্ডারিয়া থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ী ঝালকাঠি কলেজ মোড় থেকে লোকাল যাত্রী না নেয়ায় সাকুরা পরিবহনের সুপারভাইজারের উপর হামলা করা হয়। গাড়ীটি ঝালকাঠি কলেজ মোড়ে আসলে লেগুনা ড্রাইভার মুন্না গাড়ীটি থামানোর জন্য সিগন্যাল দেয়, মুন্নার সিগন্যালে ড্রাইভার তার যাত্রীবাহী পরিবহনটি পার্কিং করলে মুন্না কয়েকজন লোককে বরিশাল নিয়ে যাওয়ার জন্য বলে। এ সময় সাকুরা পরিবহনের সুপারভাইজার মামুন হোসেন মুন্নাকে চেক পোষ্টের অজুহাতে ডাইরেক্ট পরিবহনে লোকাল যাত্রী নেয়া সম্ভব না বলে জানায়। এতে লেগুনা ড্রাইভার মুন্নার সাথে মামুনের তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায় মুন্না তার লোকজন ডেকে সুপারভাইজার মামুনের উপর হামলা করে ও তাকে বেধরক মারধর করে। মামুনকে মারধর করায় ঘটনাস্থলেই তার চোখে আঘাত লেগে সেখান থেকে রক্তপাত শুরু হয়। ঝালকাঠি বাস সমিতির সদস্যরা বিষয়টি জানতে পেরে মামুনকে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতাল নিয়ে যায়। সুপারভাইজার মামুন সাংবাদিকদের জানান, আমাকে মারধর করে আমার পকেটে থাকা মানিব্যাগ নিয়ে যায়। যার মধ্য প্রায় ২০০০টাকা ছিল। ঝালকাঠি সদর হাসপাতালে সুপারভাইজার মামুন হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।