মে ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজ উদ্বোধন করলেন দুই প্রতিমন্ত্রী

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী স্টেডিয়ামের সেমিনার কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খুব শীঘ্রই বরিশালে আরও দুটি মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এর মধ্যে একটি বরিশাল সদর উপজেলায় এবং অন্যটি বাবুগঞ্জ উপজেলায়।

বরিশাল স্টেডিয়ামে বিদ্যুৎ বিল বকেয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি অর্থ মন্ত্রণালয়ে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে অনুরোধ জানানো। তবে আগামী স্টেডিয়ামের বিদ্যুৎ বিল আপনাদের পরিশোধ করতে হবে।

আলোচনা অনুষ্ঠানে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘১৯৬৬ সালে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। ২০২২ সালে এটি সংস্কারে কিছু কাজ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে সারাদেশে ৪৩২টি মিনি স্টেডিয়াম তৈরির কাজ চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী পানিসম্পদ প্রতিমন্ত্রী ‘বেহাল হয়ে পড়ে থাকা বরিশালের একমাত্র সুইমিং পুলটি রক্ষণাবেক্ষণের তাগিদ দিয়ে বলেন, ‘এই সুইমিং পুল সংরক্ষণ করা জরুরি। এটি সংস্কারের পর রক্ষণাবেক্ষণে যতœশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, বরিশাল বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, ক্রীড়া সংগঠক মনজুরুল আহসান ফেরদৌস, মাহাবুব মোর্শেদ শামীম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official