আগামী ১৪ জুলাই ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক ও সেতু মন্ত্রীর একান্ত সচিব গণমাধ্যমকে জানান, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার ফলোআপ চিকিৎসার কথা রয়েছে। তবে তিনি কবে ফিরবেন তা যাওয়ার পর নির্ধারিত হবে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে আসেন। এবার তিনি তার ফলোআপ চিকিৎসার জন্য আবার যাচ্ছেন।