পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ৭ হাজার ১৫৬ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (৬ জুলাই) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (৫ জুলাই) রাত ১১টা পর্যন্ত ২১টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০টি।
পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪৯১ জন সেখানে গেছেন।
উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন আর অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।